তোমায় আমি ডাকি নি প্রভু
চিনতে তোমায় যাই নিকো,
নিজেরে নিয়ে কেটেছে সময়
তাই তো তোমায় পাই নিকো।
তোমার মাঝে বিশ্ব ভুবন
অসীম তোমার দুনিয়া,
এত বৃহৎ ,এত অসীম;
তবু পাই নি তোমায় খুঁজিয়া!
চিত্ত আমার আজকে মগ্ন
তোমায় পাইতে প্রভু,
হেলায় তোমায় হারিয়ে ফেলেছি
আবার চাইছি তবু।
তোমায় নিয়ে গড়ব আবার,
নতুন আমার বিশ্ব;
দুয়ারে তোমার তাইতো এসেছি
এই অভাগা নিঃস্ব।
তুমি তো তোমারে অবারিত করে
দিয়ে রেখেছ প্রভু,
ধরিয়া রাখিব হৃদয় ভরিব
আর ছাড়িব না কভু।