জীবনের ঊষা লগ্নে তোমারে
লেগেছিল ভালো আপনার মনে,
সেই ভালোলাগা ভালোবাসা হল মোর
যে ভালোবাসা রয় ছেয়ে অন্তর।

সেই হতে তুমি আছো মোর প্রাণে
যেমনি আপন জন রয় প্রাণের মাঝখানে।
আমার এই ভালোবাসা কর নি গ্রহণ মনে
কেবলই করেছ উপেক্ষা প্রতি ক্ষণে।
তোমারই রুদ্ধ দ্বারে এসেছিলাম বার বার
অনুগ্রহে দ্বার তুমি খোলো নিকো কোন বার।
গিয়েছি ফিরে ব্যথা লয়ে মনে
আপনার অন্তর শান্ত করে প্রতি ক্ষণে।
তবু তোমাকেই বেসেছি ভালো ওরে
কভু ভাবি নিকো পর করে।

অবশেষে তুমি এসেছ মোরে করতে গ্রহণ
যখন গিয়েছে কেটে অনেক লগন।
ভেবেছিলে তুমি, গ্রহণ করব কি তোমারে!
করব কি আপন আগের মত করে!
ভ্রান্ত ছিল তোমার এ ধারণা;
বলো, প্রিয় জনে কভু কি করা যায় ঘৃণা?
তুমি ছিলে মোর প্রাণের চির আকর্ষণ
তাই আমার জীবনে হল তোমার প্রত্যাবর্তন।