আমি যার লাগি
পিপাসিত থাকি,
সে এসে আজি
দেখা দিলো নাকি!
এমন ভাবনা আজ শুধু
হৃদয়ে চমকিছে থাকি থাকি।

কি বলিব তারে
রাখিব কোথায়!
হৃদয়ের ধন না যেন হারায়,
চারিদিকে চাই
শুধু হাত বাড়াই,
এই বুঝি সে
এসে সম্মুখে দাঁড়ায়!

নয়ন ভরে দেখিব তারে
জুড়িয়ে নিব আঁখি,
জনম জন্মান্তরের লাগি
রহিবে না আর কিছু বাকি।