একদিন চলে যাব দূরে
হারাব আনমনে,
বর্ষাস্নাত নির্জন পথে।
একা একা চলে যাব
দিগন্তের ওপারে,
বর্ষার সন্ধ্যায়, আধোঅন্ধকারে।
সারি সারি প্রাচীন বৃক্ষ
দিবে মোরে বিদায়।
এই প্রস্থানে থাকবে না কেউ
শুধু একা, শুধু আমি একা;
পথ রবে পড়ে, চলে যাব পথিক.....
তার পর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার।