হৃদয়ে যারে রেখেছি গোপনে
তারে প্রকাশিব আজি আপনার নয়নে
আমাতে যেন সে জন দেখিতে পায় তারে
হৃদয় ভরে, চির নতুন করে।
নয়ন দুখানি মেলিব সম্মুখে তার
ক্ষণিক দিব অবসর, তারে এ ভাষা বুঝিবার
বুঝা হবে যে আবার মোরে
শুধু তারই মত করে।
এমন প্রকাশে, নতুন আভাসে
ভরিবে হৃদয় এক নব আবেশে।
জনমে জনমে আর জন্মান্তরে
দুজনায় চিনিব রে দুজনারে।