প্রজাপতি মন তার উড়ে গেছে কোথা
সে খবর রাখে নি এই ইট পাথরের শহর;
সে গেছে তার ভালোবাসার কাছে,বিস্তীর্ণ মাঠে
আলো মাখা ঝিরিঝিরি বাতাসের কাছে।
যে বাতাসের প্রাণ আছে
দূরের কথা বলে দেয় কানে কানে,
প্রজাপতি মন তার সেথা গেছে চলে।

শাপলা ফোটা জলে সে দেখে
শাপলা পাতা আর বাতাসের খেলা,
মাঝে মাঝে জল থেকে তুলে
আবার ফেলে দেয় জলে,
প্রজাপতি মন তার সব দেখে মুগ্ধ হয়ে।

চারিদিকে সবুজের বিস্তীর্ণ সমারোহ,
উড়িয়ে নিয়ে যায় প্রজাপতি কে
এ জনপদ থেকে অন্য জনপদে।
ফিরবে না সে আর এই ইট পাথরের শহরে
রয়ে যাবে হেথা, প্রজাপতি মন তার বেসেছে ভালো যাহাদেরে।