প্রিয়া রে আমার সাজাবো আজ
আমার আপন হাতে
এমন করে, যেন কোনো
খুঁত না রয় তাতে।
আকাশের মত নীল শাড়ি এনে
পরাব তার গায়
তা পরে যেন প্রিয়া রে আমার
আরো সুন্দর দেখা যায়।

আপন হাতে গেঁথে মালা
পরাব তার গলে
শুভ্র ফুলের এমন মালা
পরেছে কে কবে?
চুল গুলি তার আপনি লয়ে
বাঁধব বেণী সযত্নে
দীর্ঘ কেশের কৃষ্ণ বেণী
রইব শুধু চেয়ে
চেয়ে চেয়ে জানি
বহু ক্ষণ যাবে গো বয়ে।

পরাব কপালে নীল টিপ আনি
আরও ভালো তারে লাগবে গো জানি।
দু হাত ভরে তার পরাব চুড়ি
জানি, থাকবে না তার কোনো জুড়ি।
নূপুর এনে পরাব ঐ পায়ে
জানি, তা মানিয়ে যাবে ঐ গায়ে।
সব শেষে তারে বসায়ে সম্মুখে
আপন মনে দেখব দু চোখে
জানি, তার কাছে সব সুন্দরের হবে পরাজয়
হায়! এমনই যেন হয়।