তুমি আমার সত্তায় আছো
তুমি আমার মর্মে আছো
আছো তুমি হৃদয়ের গভীরে।
কত জনমের তুমি আমার
কত আদরের, কত শখের।
আমার মাঝে তুমি আছো
তুমি আছো সবখানে মোর।
তুমি প্রেয়সী, তুমি প্রণয়িনী
তুমি আমার শুধু আমার।
তোমারে দেখি আঁখিতে আঁখিতে
নয়নের ও মাঝ নয়নে
সারাদিন দেখি রাত্রিতে দেখি
দেখি গো তোমায় স্বপনে।
বিরহী পরান আজ শুধু চাহে তোমারে
যেন কত যুগ হয় নি দেখা তোমারে
হৃদয় খান খান, চোখে অশ্রু বান
এমনি দুখী আজ আমি আহারে।