আমার রিক্ত হস্ত খানি
দিয়েছি তোমারে বাড়িয়ে,
আমায় কাছে নিয়ো গো তুমি
নিয়ো না নিজেরে সরিয়ে।
পথটি আমার ভুলে গেছি আমি
তোমার পথেই চলব,
আমার কথা ভুলে গিয়ে সব
তোমার কথাই বলব।
আপনারে আমি তোমায় দেব যে
বরিয়া লও গো আমারে,
চিরদিন আমি তোমা সাথে রবো
যাব না ছেড়ে তোমারে।