পথ পানে চেয়ে রব চির তরে
যতক্ষণ না হবে দেখা তার সনে।
বিরহের কাল গুলি
কাটিবে যে ক্ষণে ক্ষণে
তারই স্মৃতি রবে যে
কেবলই মনে মনে।
দ্বার খুলে রব বসে
অনন্ত কাল জনম ধরে
পাব আমি তারে জানি
শুভ ক্ষণ এলে'পরে।
বিরহের ক্ষণ হতে গিয়ে পার
ক্লান্তি যদি আসে কভু
ম্লান মনে তারই পথে
চেয়ে রব তবু।
অভিসার তার যদি
না হয় মোর প্রাণে
তবু আমি তারই হয়ে
চেয়ে রব তারই পানে।