খুব কাছাকাছি
নয় তো আজি
দূরে যেন বহু দূরে।
কেন চলে গেলে
কেন ভুলিলে?
কেন আসিলে না আর ফিরে?
পথ চেয়ে আমি
জানো না তো তুমি
রয়েছো আনমনে
আপনারে লয়ে।
আমি মরি
তোমা বিনে হায়
আশা গুলি
যায় মোর ক্ষয়ে।
চেয়েছি যেতে ভুলে
হায় হৃদয় উঠেছে দুলে
ভুলতে তোমায়
দেয় নাই।
বেসেছি ভালো আরো
থাক তুমি ছাড়ো
তবু তোমাতেই
মোরে বিলাতে চাই।