মানবেরে দিয়েছ ছন্দ তুমি পদ্য
তোমারে যে গড়েছে সেই ধন্য।
তোমারে নিয়ে যে গড়েছে জীবন
তাকেই দিয়েছ তুমি কল্পনার এক ভুবন।
বিরহের সাধে কেউ রচেছে তোমায়
কেউবা রচেছে তোমায় ঢেলে বিস্ময়।
তোমারে দিয়ে কেউ জানিয়েছে আক্ষেপ
কেউবা তোমাতে রচেছে জীবন করে সংক্ষেপ।
কেউবা তোমাতে রচেছে প্রকৃতির সৌন্দর্য
কেউবা আবার তোমাতে ফুটিয়েছে ভাষার ঐশ্বর্য।
কত শত কবি এই ভাবে গড়েছে তোমায়
তাদের ও তুমি করে রেখেছ মনে অক্ষয়।
আমি ঋণী আজ তোমারই তরে
জানি না এ আনুগত্য থাকবে কত দিন অন্তরে।
যদি কভু তোমায় যাই গো ভুলে
সে দিন তবে মোরে এনো গো কাছে ডেকে।
জানি আমি দিতে পারব না কিছু তোমায়
তবু তোমাতেই আমি লুকাবো আমায়।