দুঃখ দেব তারে
মন নাহি চায়
আনিতে কাছে তারে
মন ভয় পায়।
তবু ডাকিয়া আনি কাছে
আবার ফিরায়ে দেই
সব কিছু দিয়ে আবার
সব কেড়ে নেই।
তবুও সে ভোলে না মোরে
তবু যেন চায়
জানি আমি পারিব না
কিছু দিতে তায়।