ভয়ে হৃদয় উঠছে কেঁপে
পাপের বোঝা চাইছি মেপে,
কেমন করে বইব তাদের?
বাঁচার আশা দেখি না।
পাপের উপর পাপ জমেছে
সেই ভারে বিবেক মরেছে,
কেমন করে এ ভার নামাই আজি
তা যেন আমি জানি না!
দিতে হবে বুঝিয়ে হিসাব
তবেই আজি সরবে অভিশাপ,
মুক্তি তবে মিলবে যেন
বাধা আর আসবে না।