রত্ন বলিব তারে
এসেছিল যে কাছে
উজাড় করিব সব তারে
চেয়েছিল যতটুকু নিজের করে।

সব দেওয়া যদি হয়
মনে যদি সে রয়
তবুও কি হবে না দেওয়া?
যত খানি তার চাওয়া।

আপনার মাঝ হতে
আপনারেই দেব তারে
ভরিব তারে আমি আপনা হতে
মিশিব যে তারই মাঝে, শুধু তারেই পেতে।