রিক্ত হয়ে আমি যখন
এলেম তোমার দ্বারে
পাই নিকো হায়, পাই নি
আমি যে তোমারে।
অন্ধকারে ভরে গেলো
ঢেকে গেলো
আমার সকল বেলা
হাহাকারে হাহাকারে
দুঃখ লয়ে এখন
আমি খেলি মরণ খেলা।
তুমি কত দূরে
কত সাগর
কত পাহাড় ওপারে
এক বারও কি হবে না
আর দেখা তোমারে?