হারিয়ে ফেলি কখন জানি
হৃদয়ের ধন,
কখন জানি হারিয়ে ফেলি
ভয়ে কাঁপে মন।
এইতো আমার কাছে আছে
হৃদয় আমার ভরে আছে,
তাই যাচ্ছে কেটে আনন্দেতে
আমার সকল ক্ষন।

নয়ন আমার চেয়ে আছে
পলকহীন দৃষ্টি নিয়ে,
এই বুঝি সে হারিয়ে গেল
আমায় ফাঁকি দিয়ে।
আমার চোখে লাগে ঘোর
ক্ষণিক আমি হয়ে যাই বিভোর।
আবার আমি চমকিয়া!
সম্মুখ পানে চাই,
হারাবার ভয় যারে
তারে সামনে আবার পাই।

এমনি করে ভয়ে ভয়ে
আমার কাটে দিন,
এখন ভাবি "এই যে ভয়"!
তা কেবলই অর্থহীন।