প্রকাশিয়া তুমি, অপ্রকাশিয়া থাকো
গোপনে থাকিয়া মাঝে মোর
গোপনে নিজেরে আঁক
ছল করে আপনারে তুমি আপনি ঢাকো।
আড়ালে পাও যে সুখ তাইতো দেখি না মুখ
চির জনমের তরে রহিয়া এমন করে
আমারে যে শুধুই দাও দুখ।
একি ছলনা এমন ভাবনা মনে আসে
আরো কত কি যে মনে ভাসে
সবই রয়ে যায় প্রাণে, এক অজানা আশে।