তুমি যখন স্নিগ্ধ কোমল,
আপন মনে থাকো;
দূর থেকে তাকাই আমি
তুমি দেখতে পাও নাকো।

দেখি আমি আপন জনে
আর এই মনে হয়,
সারাবেলা হয় যে দেখা
তা তো এমন দেখা নয়!

স্নিগ্ধ তোমার মুখখানি তে
রাজ্য জোড়া মায়া,
আমি অবাক চেয়ে থাকি!
নাই তো সেথায় "কালো"র কোন ছায়া।

অপরূপা স্নিগ্ধ তুমি
আমি তোমার কাছে আসি,
হৃদয় আমার জুড়িয়ে যায়
আমি তোমায় ভালোবাসি।