শুধু কি কিছু সময়? ..... না
বহু বছর, যুগ পেরিয়ে গেছে
অপেক্ষায় অপেক্ষায়।
তবু আজও কি হয় নি তোমার সময়?
তবু আজও দূরে তুমি হায়!
বৃথাই আমার অপেক্ষা।

আশা নেই তবুও চলেছি
দুরাশা রে মন থেকে ফেলে,
যদি তুমি আসো আবার ভালোবেসে।
যদি আবার বল সেই কথা
বলেছিলে যা বহু আগে।
আবার ভাবি, মনে কি আছে?
সে যে বহু যুগ আগেকার কথা
হয়ত ভুলে গেছ সব, একেবারেই শেষ।

তবু অপেক্ষায় আছি
থাকব অনন্ত কাল জনম ব্যাপী,
তোমারই অপেক্ষায়;
আবার আসবে ফিরে এই প্রতীক্ষায়।