আমরা আছি অনিয়মের
নতুন এক নিয়মে,
নিয়েছি মেনে সব,
বিবেক রে রেখেছি ভরে খামে।
থেমে নেই কেউ চলছি মোরা
কোথায় যেন যাব,
পথ টা মোদের যেমন-ই হোক
গেলেই যেন শান্তি পাব।

শান্তি মোদের হয় না পাওয়া
দুঃখ বাড়ে শুধু,
অন্যায়ের ঐ নোংরা পথেই
পাই যেন মোরা মধু।
বিবেক মোদের মরে গেছে
আছে শুধু দেহ,
সবাই মোরা ছুটছি দূরে
ভাল মন্দের ধার ধারিনা কেহ।

এমনি চলছে সমাজ রাষ্ট্র
এমনি চলছে রীতি,
ন্যায় অন্যায় ভুলেছি মোরা
গড়েছি নতুন নীতি।
এই নীতিতেই সব চলে যেন
এতেই বড় সুখ,
নতুন নিয়ম গড়েছি মোরা
এ যেন বিবেকের অসুখ।

"প্রচলিত আছে" "চলছে ভালো"
মন রে দেই সান্ত্বনা,
অনিয়মের এই নিয়ম যেন
পিছু মোদের ছাড়ছে না।
একটা আলো আসবে জানি
জাগবে সবার বিবেক,
"ধর্মের কল বাতাসে নড়ে"
এ নয়তো ঠুনকো আবেগ।