এ রাত অন্ধকারে ভরা
জোনাকি নেই, চাঁদ নেই, নেই কোন তারা
এ রাত শুধু অন্ধকারে ভরা।
দিগ্বিদিক হয়ে পথিক হারায় পথ
অচেনা অন্ধকারে চলে জীবন রথ
বলবে কি কথা? কোথায় কারে?
শুন্য যে চারিদিক শুধুই ভরা অন্ধকারে
এ রাত আজ প্রহর হীন, হয়ত হবেনা শেষ
তবু পথিক রে নিয়ে যায়, করে নিরুদ্দেশ।
অভিযত্রিক ২০২৪