কালো আকাশ নেই যে তারা
প্রভাত হয়-হয়,
মেঘের আকাশ ঢাকছে মেঘে
যেন আরও কালো হয়।
বাতাস আসে আসে
চারিদিকে থম থম;
এই বুঝি নামল জোরে
বৃষ্টি ঝম-ঝম।

চারিদিকে অন্ধকার
যদিও প্রভাত হলো,
সব আলো যে আঁধার মাঝে
আজকে মিলিয়ে গেল।