অন্ধকার, তুমি বড্ড অন্ধকার
তোমার আশেপাশে ভিতরে বাহিরে সব অন্ধকার
নিরালা নিঃশব্দ তুমি।
তুমি, ভয় আর নিরাশার মাঝের হতাশা,
অন্ধকার তুমি খুব অন্ধকার।

কালোর মাঝে আরও যেন কালো তুমি
যে কালো তে হারিয়ে যায় সব।
জীবনের সব রঙ মুছে দিয়ে
আলোয় ভরা ভোর গুলি কে করে দাও কালো
অন্ধকার, তুমি বড্ড অন্ধকার।