ঐখানে মন পড়ে রয়
তার মাঝে যেন
ফিরে নারে, মন সেথায় পড়ে রয়
জানি না এমন হয় কেন!
কত কে যে আসে যায়
তাদের মাঝে মন মোর,
কিছু যেন নাহি পায়।
শুধু মন পড়ে রয়,
ঐখানে মন পড়ে রয়।
মন আমার শুধু
চলে যায় তার কাছে,
ফেলে রেখে সব কিছু পাছে
তারেই পেতে কাছে।
সেথা আশা যেন সব আছে
ভরসার মাঝে;
নিয়ত প্রদীপ যেথা
জ্বলে ওঠে সাঁঝে।
সেথা নেই কোন আঁধার
আছে শুধু আলো;
তাই মন ছুটে যায়
তারেই বাসিতে ভালো।