যাব আমি অনেক দূরে
অচেনার ঐ অচিনপুরে,
পথের হাওয়া পথের ধুলা
পিছনে ফেলে সব কিছুরে।
দূরের আকাশ দূরের মাটি
সুদূরের ঐ আলোক রাশি,
সব কিছুরে দেখব ছুঁয়ে
যাহাদেরে আমি ভালোবাসি।
কবে আমি যাব সেথা?
এই কথাই শুধু মনে আনি,
কবে আমি ছাড়ব তরী
আমি তাহা নাইতো জানি।