কে মেতেছে কোথায় আজি
এমন আকুল করি
তার পরশে হৃদয় আমার
উঠছে কেবল ভরি।
অচিন দেশের অচিন পুরে
অচিন যে সে গা
যেথায় আজও পড়ে নি
কোন মানুষের পা।

সেখান থেকে ভেসে এসে
কে যে আমার পাশে বসে
আমার মাঝে দিচ্ছে যে এক
অচিন গানের সুর
সেই সুরেতে আমার গান
হচ্ছে যে বেসুর।
মরমে আমি বাজাতে চাই
পাই নে যে কোন তাল
নিরুপায় আমি বসে আছি
যেন ছেড়ে দিয়ে মোর হাল।

হঠাৎ করেই আপনা হতে
উঠল সে সুর বাজি
জানি না তো কিসে যে সে
হঠাৎ হল রাজি
আপনি সে ভরিয়ে দিল
ডেকে নিল কাছে
বুঝিয়ে দিলো আমারই মাঝে
সে যে আজি আছে।