আজ পথ যেন গেছে মিশে
নতুন পথের মাঝে
নতুনের আহ্বানে আহ্বানে।

পুরাতন গেছে সরে
আজ নতুনের আগমন
তাই যেন পুলকিত দেহ মন।