তোমার আমার আবার হোক পরিচয়
কোন এক ক্ষণে নতুন এক দিনে
নতুন এক ভুবনে
এ জনমে হয়তো নয় অন্য জনমে
অনেক অনেক পরে।
আবার আসুক নতুন মিলনের সুখ
ভরিয়ে দিক দুজনারে
আবেগে আর প্রত্যাশায়।
যে ভালবাসার রঙ ফিকে হয়ে গেছে
তা আবার রঙিন হয়ে উঠুক
হৃদয়ের বাঁধ ভেঙে যাক
ছড়িয়ে পড়ুক উচ্ছ্বাস।
নতুন যেন সব
সবকিছু নতুন করে পাওয়া
নিজেরে পাওয়া, তোমারে পাওয়া।
হারিয়ে গেছে যে ক্ষণ
দু:খ আর বিষাদে
সেই ক্ষণ ই যেন নতুন করে
সুখ হয়ে আসবে ফিরে আবার।
এমন ক্ষণে তোমার আমার
আবার হোক পরিচয়
নতুন করে, নতুন করে চির নতুন করে।