সময়ের হাত ধরে
সময়ের পথে,
এসেছ বর্ষ তুমি
নতুন এক রথে।
চলেছ অবিরাম শুধু
পথ হতে পথে,
নতুন এ রেখে পা
পুরাতন রে দাও ছেড়ে স্রোতে।

বর্ষ তুমি ছুটে চলো
কাল হতে কালে,
সময় দিয়ে যায় হাওয়া
তোমার ঐ পালে।
কত কিছু থেমে যায়,
কত কিছু ঝরে যায়,
কত কেউ ভুলে যায়,
তুমি থাকো নাকো থেমে।

ঘুরে ঘুরে প্রতি বার-ই
আসো তুমি দ্বারে,
নব পণ করে সবাই
তোমার আগমনে।
"আলো হবে, সুন্দর হবে,
ঘুচে যাবে কালো,
দুঃস্বপ্নের অবসান হবে,
সব হবে ভালো"।
কারো হয়, কারো বা হয় না
তুমি চলতে থাকো শুধু,
তবুও হর্ষ, নতুন বর্ষ
সবারে নতুন এ মাতিয়া রাখো শুধু।