গভীর রাতের মত
নিস্তব্ধ যেন আজ হৃদয়
কোলাহলের কাছে নেই
উচ্ছ্বাসের কাছে নেই
আজ যেন সে নীরব
শুধুই নীরব, কোলাহলহীন।
নিস্তরঙ্গ বিশাল জলরাশির মত
শুধুই মেলে রেখেছে নিজেকে
সব গতি যেন হারিয়েছে সে
হয়তো নিজের কাছেই
বারে বারে জেগে ওঠার
এক প্রাণান্তকর চেষ্টা
খুব সহজ, তবু যেন হয় না
হয় না, কিছুই হয় না।
সময়গুলো অবিরাম বয়ে যায়
থামে না তারা
দিকে দিকে শূন্যতা
ব্যর্থতা, হারাবার ভয়
এ যেন এক অজানা শঙ্কা
নিস্তব্ধতার মাঝে আরও নিস্তব্ধতা।
কবে কেটে যাবে ভয়?
কবে হবে জয়?
সব প্রলয় করে
নিষ্ঠুর বাস্তবতার বেড়াজালের
বাহিরে কবে হবে যাওয়া?
জানে না, জানে না
হৃদয় কিছুই জানে না
তাই সে নিশ্চুপ
একেবারেই কোলাহলহীন, নীরব।