তারপর এসেছে গোধূলি
সূর্য গিয়েছে ডুবে দিগন্তে,
সন্ধ্যা তারায় ভর করে নামল আঁধার।
দিনের সব স্মৃতি মুছে দিয়ে
নেমে এল রাত, আঁধারের রাত।
ওগো রাত, তুমি বড়ই নিঃসঙ্গ
বড়ই একাকী তুমি,
আমাকেও রেখে দাও একা করে।
দিনের সব রং ঢেকে দাও কালো দিয়ে
যে কালোতে হারিয়ে যায় সব;
নিঃসঙ্গতা জেঁকে বসে সবখানে।
দুঃস্বপ্নের স্মৃতি গুলো মনে আনো
এক এক করে, বেদনা জাগায় যারা।
তখন বিষণ্ন হয়ে যায় মন
আনমনে ভাবি জীবনের ফেলে আসা অতীত।
ওগো রাত, তুমি বড্ড অন্ধকার
হিম শীতল স্পর্শে জাগাও বেদনা।
বেদনার রাত আর হয় না শেষ আমার;
আমি শুধু নীল হয়ে থাকি তোমার অন্ধকারে।
মাঝে মাঝে ভাবি এই তো শেষ প্রহর,
রাত হবে অবসান, প্রভাতের কিনারায়।
এ রাত কাটে না আমার, হয় না প্রহর শেষ।
ওগো রাত আমায় মুক্তি দাও তুমি
আমি যে অন্ধকারে বিলীন ;
আমায় নিয়ে যাও প্রভাতের কিনারায়
ওগো রাত, মুক্তি দাও আমায়।