তুমি নারী, তুমি সৃষ্টির বিস্ময়
অপার সম্ভাবনা তোমার মাঝে রয়েছে নিশ্চয়
যশ- খ্যাতি- সম্মান তুমি সব পার নিতে
সাজাতে পার এ বিশ্ব  ভুবন তোমার আপন হাতে।
হতে পার তুমি এমন কিছু - "অনন্য অসাধারণ "
হতে পার তুমি বিশ্ব জাহান বদলে দেবার কারন।
তোমার মাঝে মায়া আছে, তোমার মাঝে মমতা
হৃদয় দিয়ে বিশ্ব জয়ের তোমার আছে ক্ষমতা।
নিজেরে গুটায়ে নিজেরে লুটায়ে কেন তুমি আর রবে
এগিয়ে যাও সামনে তুমি তবেই বিশ্ব তোমার হবে
কেন তুমি থমকে দাড়াও জীবন শুরুর লগ্নে?
ভেঙে দাও সব স্বপ্নগুলো গড়েছিলে যা যত্নে?
জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে আরো
তুমি নারী হয়েও এমনি করে সমাজ টাকে বদলে দিতে পার।
কুড়িতেই তুমি বুড়ি হবে, এ নিয়ম ভুলে যাও
ডিঙিয়ে যাও বাধার পাহাড় আর জীবনের স্বাদ পাও।


অভিযত্রিক ২০২৪