কী যে এক অন্ধকার!
আসছে ঘিরে চারিধার
পাই না খুঁজে কূলকিনার
নাই আলো কোথাও আর।

অসহায় আমি
জানে আমার অন্তর্যামী
তবু বিষাদের সাগরে নামি
কূলের খোঁজে এই আমি।