না যদি বাসবে ভালো
কেন তবে দেখালে আলো
কেন তবে এলে কাছে
হে নিঠুর বলো আজি বলো?
আপনারে নিয়ে আমিতো ছিলাম একা
কেন তবে এসে দিলে দেখা
কেন ভরে তুললে আমায় নতুন প্রত্যাশায়
হে নিঠুর বলো আজি বলো?
কেন তবে জাগালে আশা
শুনালে মুখে আগমনী ভাষা
না যদি আসবে
হে নিঠুর বলো আজি বলো?
আপন মনে নিয়ে খেললে আমারে
যেন গো আমি চাই তোমারে
মিছে কেন তবে এ সাধ জাগালে
হে নিঠুর বলো আজি বলো?
ভালোবাসবে বলে এই আমারে
চাঁদ হয়ে এলে কেন আমার আঁধারে
না যদি আলো বিলাবে
হে নিঠুর বলো আজি বলো?
চির একা আমি ছিলাম অবিচল
এসে কেন তবে করলে কোলাহল
করলে কেন মিছে ভালোবাসার ছল
না যদি বাসবে ভালো
হে নিঠুর বলো আজি বলো?
তোমার গগনে রবি শশী জানি
কেন তবে আমারে আনি
মোর মন খানি ভাঙলে
হে নিঠুর বলো আজি বলো?
আমিতো ছিলাম মোর দুঃখ নিয়ে
তোমার সুখে আসি নিকো কাঁটা হয়ে
কেন তবে দুখিরে দিলে আরো দুখ
হে নিঠুর বলো আজি বলো?
জানি আমি যোগ্য তোমার নই
তবুও বললে আমি যেন তোমার হই
কেন তবে এই মিছে ছল করলে
হে নিঠুর বলো আজি বলো?
মোর মনে আজি ক্ষোভ
মনে কেন জাগালে ভালোবাসার লোভ
হবে না যা এ জীবনে
হে নিঠুর বলো আজি বলো?