উড়ব আজ মেঘে মেঘে
বইবে বাতাস বিপুল বেগে
হেথায় যাব হোথায় যাব
হৃদয় ভরে মুক্তি পাব।
বন্ধন সব টুটবে আমার
মুক্তি যেন আসবে আবার
এমন দিনে চাই গো তোমায়
সঙ্গ দিয়ে ভরবে আমায়।
দুজন মিলে যাব দূরে
সব যে পাব নতুন করে
থাকবে শুধু সুখ আর সুখ
যাবে চলে সকল দুখ।