তুমি ছিলে অজ্ঞাত মানবের তরে
যতক্ষণ সে দেখেনি তোমারে
তুমি ভয়াবহ, তুমি নিষ্ঠুর রূপ, মানবের মাঝে
চায় না তোমারে কেউ আনতে ডেকে প্রাণে।
তুমি মৃত্যু, দাও সব আশা ভঙ্গ করে
কী মানব, কী জীব, সবার তরে
তোমার খেয়ালের শিকার তো সবাই হয়
তবুও তোমারে নিয়েই সবার জীবন বহমান রয়।
তোমারে ভালোবেসেছে বল কে তার জীবনে?
কে বা তোমার নাম মনে এনেছে যতনে?
তুমি ব্যথাতুর, তুমি ছন্দহীন এক রূপ
তুমি যেন দুঃখের এক অতলস্পর্শী কূপ
চায় না তোমারে কেউ চায় না জীবনে
বাঁচতে চায় সবে এ সুন্দর ভুবনে।