তোমাদের আছে কত কত সুখ
আমার সুখ কেন নাই?
তোমরা চল পথ আপন মনে
আমি পথ নাহি কেন পাই?
তোমরা মরমে গাঁথিয়া মালা
পরায়ে টুটাও সকল জ্বালা
আমার জ্বালা মিটে না কেন
তোমরা কেহ নাহি কও?
আদরের মত করে
কত কি যে দেই ভরে
নাও তাহা তোমরা সবাই
আমার পাওয়া কেন নাই?

দিতে আমি এসেছিনু নিতে কিছু নই
পরানে ডাকিয়া তোমাদের এই শুধু কই
রেখো শুধু মোরে মনে
তোমাদের হৃদয়ে ভরে
এই টুকু যেন আমি পাই
মোর আর কিছু চাওয়া নাই।