মনে কি রেখেছ আজো তারে
ভালবাসতে বহু আগে যারে?
যার সাথে ছিল অনেক পরিচয়
তারে কি আজো মনে হয়?
কত আকুল হয়ে শুনতে তার কথা
আজো কি পড়ে মনে?
যার দিকে চাইলে আসত জল
তোমার চোখের কোনে।
ভালো যারে বেসেছিলে খুব করে
তারে কি আজো মনে পড়ে?
তার দেওয়া ব্যথা গুলো
আজো কি স্মরণে রাখো
তার ছবি আজো কি মনে আঁক?