কাঁদে মন আজি
শুধু তাহারে চাহি
যারে দিয়াছিনু ফেলিয়া
এত কাল যারে ছিলেম ভুলিয়া
আজি চাহে প্রাণ
চাহে তারে
নতুন করিয়া।

মোর সাথে জানি আর
হবে না তার অভিসার
তাই কাঁদে যেন মন
এমন ভাবিয়া।
তারে দিয়াছিনু ব্যথা
শুনি নাই তার আকুলতা
মনে পড়ে এইসব
ওঠে মন ব্যথায় ভরিয়া।

চাহিত সে শুধুই মোরে
আপনার আপন করে
তবু দেই নি হায়
আপনারে তার পরাণে বাঁধিয়া।
কেন তারে নাহি দিলেম
কেন নাহি কাছে আসিলেম
এমন ভেবে হৃদয়
বারে বারে ওঠে কাঁদিয়া।
আজি বহু কাল পর
তার লাগি মন বিভোর
তারেই খোঁজে মোর অন্তর
মোর দ্বার হতে যে গিয়াছিল ফিরিয়া।