আজকে কবি উদাস যেন
মন লাগে না কাজে
সকল কিছু লাগছে খারাপ
লাগছে শুধু বাজে।

মন যেতে চায় অনেক দূরে
যেন কোন অচিনপুরে
অচিন গাঁয়ের অচিন মানুষ
অচিন কোন ভিড়ে।