মন যেন আজ চায় যে শুধু
নতুন কথা ভাবতে
নতুন করে মনের মাঝে
নতুন ভাষা আনতে।
আঁধার গুলি সরিয়ে দিয়ে
আলো টারে রাখতে
নতুন করে নতুন পথে
চরণ ফেলে হাটতে।
দিনের আলো নতুন করে
দিনের মাঝে দেখতে
কালো যত, সব যে ভুলে
আলোর ভুবন বাঁধতে,
সকল কালো ডিঙিয়ে গিয়ে
দূরের আলো ধরতে।
মন যেন আজ এমন তর চায়
সব কিছু রে নতুন করে যেন সে পায়।