মিলিব মোরা এক সাথে আজ
গাইব জয়ের গান,
প্রাণ খুলে আজি হাসব মোরা
ভরিয়ে দিবো প্রাণ।

দুঃখ যত ফেলব ঝেড়ে
সুখ রে করব আবিষ্কার
গ্লানি যত ভুলে গিয়ে
আপনারে করবো সংস্কার।

ধূলির ধরায় নতুন করে
ভাসাব আশার ভেলা,
নতুন প্রাণে জাগব মোরা
রচিব মিলন মেলা।