মুখে মুখে কহে, ভালবাসি
অন্তরেতে নাই তার বাসা
এ কেমন ভালবাসা?
ক্ষণে ক্ষণে যায় যে ভাসি
আবার বলে "এই তো আমি আছি"
আসা যাওয়া এমনই তার পাশাপাশি
এ যেন মিছে ভালবাসা।