আমার বাসা?
সে আবার কোথা?
ওসব জানি না,
কোলে থাকি কোলে ডাকি
কোলেই আমি মেলি পাখনা।

পাখির মত নেইকো ডানা
তাতে হয়েছে কি?
হাত দুখানি মেলে ধরি
সে-ই আমার পাখনা।

এই কোল থেকে ঐ কোলে যাই
নতুন রে পেতে হাত যে বাড়াই,
সব পেয়ে যাই
কোন বাধা নাই
তবুও ভরে না মন;
মায়ের কোলে ফিরে যাই
স্নেহ টুকু পাই,
কোন কোল হয় না এমন।