দেখি নি তারে আমি কত দিন
শুনি নি তার রাখালের মিষ্টি বীন
কত দিন তার ঘাসে রাখি নি এ প্রাণ
এই ভেবে সজল চোখ মোর হয়েছে ম্লান।
কত আগে দেখেছি তার রূপ
সেই স্বাদে এখনো রাঙাই এ মুখ
কত সকাল কত দুপুর কাটিয়েছি তার সনে
কত সন্ধ্যায় ভেবেছি তারে মনে মনে।
তার প্রকৃতি তার রূপ কতই না মধুর
সব স্মৃতি যেন আজ অম্লান বিধুর।
দেখেছি আমি যা পরখ করে
সেই প্রিয় ভূমি ছেড়ে কোথা আমি আজ পড়ে!
মনে রেখেছি তারে আমি মায়ের মতন
ভুলতে কি পারব তারে? আসুক যতই বাঁধন।
মায়ার অন্তরালে আমি দেখেছি তারে
যতটুকু রূপ সে দিয়েছে মোরে
মাতৃভূমি আমার প্রাণে তুমি রহ সারা বেলা
আবার দুজনের মিলন হয় যেন কোন এক বেলা।