কত রূপ আছে
মানবের মাঝে
সকাল বেলা ভালো ভাইরে
মন্দ আবার সাঁঝে।
দিনের মায়ায় দিন কেটে যায়
ফুরায় জীবন কাল
শেষে এসে ভাবে সবাই
কি করিলাম এত কাল?
এসেছে সত্য এসেছে জয়
করো নি তারে গ্রহণ
সব হারায়ে এখন বুঝি
করো শুধু রোদন।
গ্লানি আছে দুঃখ আছে
সব মানবের মাঝে
সব নিয়েই মানব জীবন
চলে সম্মুখ পানে।
দুঃখ করে জীবনটারে
বিলিয়ে দেয় কেরে
প্রাপ্তি যা, সেটুকু নিয়েই
সন্তুষ্ট থাক নারে।