আমাদের জীবনের লুকোচুরি
সকাল সন্ধ্যা আর বিকেলে।
ফেলে আসা স্মৃতির সাথে;
কি আঁধারে, কি আলোতে, শুধু লুকোচুরি।
কখনো সুখের সাথে, কখনো দুঃখের সাথে
কখনো আবেগ বা বিরহে,
লুকোচুরি লুকোচুরি আর লুকোচুরি।
লুকোচুরির সাথে লুকোচুরি।
বিশাল লুকোচুরির খেলায়
নিজেকে হারিয়ে খোঁজা আর খোঁজা,
কেমন যেন হয়ে যায় সব মিছে মরীচিকা
তবু লুকোচুরি, শুধু লুকোচুরি।