সে দিন গিয়েছি চলে
কুয়াশার মাঝ দিয়ে
কোন এক অজানার দিকে।
জীবনের নানা রঙ
উঁকি দিল সম্মুখে,
অবাক হয়ে দেখেছি সব!
এ যেন নিজেকে নতুন করে চেনা।

অল্প দূরেই রেখে দেওয়া যায় সব অতীত
কুয়াশার চাদরে আড়াল করা যায় সব
আবছা হয়ে যায় সব কিছু।
শুধু থাকে বর্তমান
আলোয় ভরা বর্তমান
কুয়াশায় কুয়াশায় জীবনের আলো
অনেক অনেক আলো, কুয়াশার আলো।