তোমায় নিয়ে কৃষ্ণচূড়া দেখব
অনেক অনেক কৃষ্ণচূড়া,
যেখানে পাতা আর দেখা যায় না
আছে শুধু ফুল আর ফুল।

রঙের উপর আরও রঙ
কৃষ্ণচূড়া রঙে যেখানে ছেয়ে গেছে সব,
অপরূপ সুন্দর সে কৃষ্ণচূড়া রঙ;
এই সুন্দর কে দেখব দুজনায়
নিরিবিলে একান্তে আর ছায়ায় ছায়ায়।